1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
সীতাকুণ্ডে যুবলীগ নেতা জসিমকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি দেলোয়ার গ্রেফতার - দৈনিক আমার সময়

সীতাকুণ্ডে যুবলীগ নেতা জসিমকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি দেলোয়ার গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩
চট্টগ্রামে সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের ঘরে দিনেদুপুরে প্রকাশ্যে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার দেলোয়ার হোসেন ভুইয়া গ্রেপ্তার হয়েছে।সোমবার দুপুরে আডাই -টায় জসিম নিজঘরে ঘুমাচ্ছিল,এমতাবস্থায় বিদেশি চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে জসিমকে।
মামলা সূত্রে জানা যায়,উক্ত এলাকার বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন ভুইয়া গংদের সাথে প্রায় ৫ কোটি টাকার জমির বিরোধ চলছিল।এবিষয়ে চট্টগ্রাম আদালতে দীর্ঘদিন মামলা চলমান।নুরুল আলমের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে এই মামলা করে।বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে,গত ২৬ শে এপ্রিল দুপুরে মামলায় উল্লেখিত আসামি দেলোয়ার মেম্বার,কাউন্সিলর আনোয়ার গংরা প্রকাশ্যে হুমকি প্রদর্শণ করে মামলা প্রত্যাহার করতে বলে।এই মামলা প্রত্যাহার না করলে জানে মেরে ফেলা হবে।তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার এই হামলা করেছে বলে জানান মামলার বাদী জসিমের স্ত্রী রাশেদা আক্তার।
আহত জসিম উদ্দিন সীতাকুণ্ড পৌরসভা ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি একজন ত্যাগী কর্মী।জসিম বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ৬নং বেডে জীবন মৃত্যুর সন্ধীক্ষনে রয়েছে।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জসিমের উপর হামলার ভিডিও ভাইরাল হলে ক্ষোভে ফেটে উঠে ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মজিদ সরকার বলেন,দেলোয়ার হোসেন মেম্বারকে আদালতে সোপর্দ করা হয়েছে।শুভ ও আনোয়ার হোসেন ভুইয়াসহ অন্য অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com