চট্টগ্রাম সীতাকুণ্ডে ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৪মে সীতাকুণ্ডে ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রায়হান উদ্দিন, সঞ্চালনা করেন উক্ত বিেটর বিট অফিসার এস.আই. গাজী মোতাব্বির হোসেন।
বিট পুলিশং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, এ.বি.এম. নাহিয়ান বারী( অতিরিক্ত পুলিশ সুপার)সীতাকুন্ড সার্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,আব্দুর রহিম সরকার (পুলিশ পরিদর্শক অপারেশন) সীতাকুন্ড মডেল থানা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল ইসলাম(ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার)সহ বারৈয়াঢালা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ(পুরুষ/মহিলা), বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, স্কুল-মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ,নেতা-নত্রীগন,হিন্দু-মুসলিম সমাজের নানাপেশাজীবী সংগঠনের লোকজন। আরো বক্তব্য রাখেন বারৈয়ারঢালার ইউপি সদস্যবৃন্দ।উক্ত সভায় মাদক, যৌতুক চুরি- ডাকাতিসহ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিবারণ করার লক্ষে জনগণকে সচেতন করার জন্য এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এটি একটি চলমান প্রকিয়া,এ ধারা অব্যাহত থাকবে এবং সীতাকুণ্ড মডেল থানার প্রতিটি বিট এ কার্যক্রম চলবে ধাপে ধাপে।
Leave a Reply