চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক লেগুনা যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৌরসদরের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী
চয়েস পরিবহনের ঢাকামুখী বাসটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লেগুনায় ধাক্কা দেয় এতে হতাহতের ঘটে।
নিহত জ্যোৎস্না বেগম সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন উপজেলার ছোটদারোগাহাট এলাকার দুই ভাই মো. আরমান (১২), মো. এমরান (৮) ও তাদের দাদা আবজল গণি (৬৩) এবং উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা রোহান (১৩) বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
জ্যোৎস্নাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়।বাকী দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.শাহাদাত হোসেন বলেন,এঘটনায় লেগুনা ও চয়েস পরিবহনের বাসটিকে আটক করা হয়।
নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply