গাইবান্ধার সাদুল্লাপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত মাহফুজার রহমান নামের এক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার গোপন সংবাদের ভিক্তিতে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক রাকিবের নেতৃত্বে একদল পুলিশ সহ সংশ্লিষ্টএলাকার থানা পুলিশের সহায়তায় ঢাকার পুর্বাচল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাহফুজার রহমান উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিন জামুডাঙ্গা গ্রামের গোলাম মোস্তাফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের গ্রেপ্তার এঁড়াতে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আত্নগোপনে ছিলেন। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরেরদিন সোমবার ওই আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply