গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অপহরণের ১১ মাস পর এক স্কুলছাত্রীকে চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম(১৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার।
গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাগজানা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রেমের সুবাদে ১১ মাস পূর্বে একই ইউনিয়নের মহিপুর গ্রামের জৈনিক ব্যক্তির ১৪ বছরের মেয়েকে নিয়ে পালিয়ে যায় রবিউল ইসলাম। এ ব্যাপারে অপহূতার বাবা বাদী হয়ে গত বছরের ৩১ মে সাদুল্লাপুর থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। সেই থেকে উভয়ে আত্মগোপনে ছিলেন।
এরইমধ্যে থানার উপপুলিশ পরিদর্শক ( এসআই) তরিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোঁসসহ চট্টগ্রাম মহানগর পতেঙ্গা এলাকায় সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দীর্ঘ ১১ মাস পর এ মামলার পলাতক আসামি অপহরণকারী রবিউল কে গ্রেফতার ও অপহূতাকে উদ্ধার করে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, আসামি রবিউল ইসলামকে পরেরদিন আদালতে সোপর্দ করা হয়েছে ও উদ্ধারকৃত ভিকটিমকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।
Leave a Reply