সাউথ এশিয়ান ল’ ইয়ার্সফোরাম–এসএএলএফ (SALF) ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গকমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্টঅ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদকেপ্রেসিডেন্ট ও অ্যাডভোকেট ড. এনামুল হক এনামকে সাধারণসম্পাদক করা হয়েছে।
সিনিয়র ভাইস প্রেসিডেন্টগন যথাক্রমে ডেপুটি অ্যাটর্নি জেনারেলঅ্যাডভোকেট মো. গিয়াসউদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট ড. এমএ করিম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জান্নাতুলফেরদৌসী রুপা, অ্যাডভোকেট ড. এম আই জারগার (দিল্লিসুপ্রীম কোর্ট), অ্যাডভোকেট সওশেন মাবরুক (তিউনিশিয়া), অ্যাডভোকেট সুজিওয়া লাল ধাওয়ানায়েকে (শ্রীলঙ্কা সুপ্রীমকোর্ট)।
ভাইস –প্রেসিডেন্টরা যথাক্রমে অ্যাডভোকেট আনোয়ারাশাহজাহান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী শাহানারাইয়াসমিন, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান সম্রাট, অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির, অতিরিক্ত জেলা ও দায়রাজজ ইসরাত জাহান কনক, অ্যাডভোকেট শাহনাজ আহমেদ।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. এনামুল হক এনাম, সিনিয়রযুগ্ম সাধারণ সম্পাদকগণ সহকারী অ্যাটর্নি জেনারেলঅ্যাডভোকেট মো. মুজিবুর রহমান মুজিব (সাধারণ সম্পাদকেরঅনুপস্থিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন)।অ্যাডভোকেট সালমা হাই টুনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকও প্রধান আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার মুনতাসির উদ্দিনআহমেদ যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদায় আন্তর্জাতিকসম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্যাহ ও যুগ্মসাধারণ সম্পাদকের পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদকঅ্যাডভোকেট মো. শামীম সরদার।
অন্যান্য যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ যথাক্রমে অ্যাডভোকেটকামরুন নাহার সীমা, অ্যাডভোকেট ড. জনাক রাজ রানা (দিল্লিসুপ্রিম কোর্ট), সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃআওলাদ হোসেন, যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদারহোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফাতেমারশিদ, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেটজাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট আজাদুল ইসলামআজাদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (পটুয়াখালী), অ্যাডভোকেট সালেহা বেগম শিল্পী, অ্যাডভোকেট কাজী রেহানাপারভীন, অ্যাডভোকেট মো. জুয়েল আহমেদ, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট মো. ফিরোজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেটহাজেরা বেগম আজরা, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট ইসমত আরা জাকিয়া, অ্যাডভোকেট নাজনীননাহার নিরুপমা, প্রধান রিচার্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ড্রাফটিংসেক্রেটারি অ্যাডভোকেট তনিমা রহমান, সাংগঠনিক সম্পাদকঅ্যাডভোকেট ইলোরা নাহিদ খান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম খোকন(ময়মনসিংহ বার), যুগ্ম সাংগঠনিক সম্পাদক সহকারী অ্যাটর্নিজেনারেল আনিস উল মাওয়া আরজু, যুগ্ম সাংগঠনিক সম্পাদকসহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোকেয়া আক্তার, যুগ্মসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লিলিয়া আক্তার লিলি, যুগ্মসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা সরকার, অ্যাডভোকেট মোতাহেরুন্নেছা অদিতি, যুগ্ম সাংগঠনিক সম্পাদকঅ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদকঅ্যাডভোকেট পলাশ মল্লিক, সহ অর্থ সম্পাদক অ্যাডভোকেটমোঃ সাদ্দাম হোসাইন আবীর, পরিকল্পনা বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট আলহাজ্ব আবুল হাশেম, সহ–পরিকল্পনা বিষয়কসম্পাদক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান।
প্রচার সম্পাদক অ্যাডভোকেট সানিয়েল আরেফিন, সহ–প্রচারসম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদকঅ্যাডভোকেট মো. আলী হাসান, সহ–দপ্তর সম্পাদকঅ্যাডভোকেট মোঃ সারোয়ার আলম, সহ–দপ্তর সম্পাদকঅ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল হাওলাদার, আইন সম্পাদকঅ্যাডভোকেট নুপূর ধামিজা (দিল্লি সুপ্রীম কোর্ট), আইন সম্পাদকঅ্যাডভোকেট মো. আজিজুল হক ফরাজী, সহ–আইন সম্পাদকঅ্যাডভোকেট জিয়াউর রহমান, সহ–আইন সম্পাদকঅ্যাডভোকেট বিথি দেবনাথ, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট তামান্না আফরিন, সহ তথ্য ও মিডিয়া বিষয়কসম্পাদক অ্যাডভোকেট বনরুপা রায়, আন্তর্জাতিক লিয়াজোঁবিষয়ক সম্পাদক (ইউরোপ জোন) ব্যারিস্টার মো. সানোয়ারহোসেন, আন্তর্জাতিক লিয়াজোঁ বিষয়ক সম্পাদক (যুক্তরাজ্যে) ব্যারিস্টার মো. সুমন মিয়া, আন্তর্জাতিক লিয়াজোঁ বিষয়কসম্পাদক (যুক্তরাজ্য) অ্যাডভোকেট তামান্না ইরানী শান্তা (লন্ডনপ্রবাসী), আন্তর্জাতিক লিয়াজোঁ বিষয়ক সম্পাদক (সার্ক দেশসমূহ) অ্যাডভোকেট মোহসিনা খাতুন, ফান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারিসহকারী অ্যাটর্নি জেনারেল শাফায়েত জামিল, আভ্যন্তরীণলিয়াজোঁ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহেলী পারভীন ইতি, আন্তর্জাতিক মানবাধিকার তথ্য সংগ্রহ বিষয়ক সম্পাদক সহকারীঅ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা, ইন্টারন্যাশনাল রিসার্চও ডেভেলপমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট শারমিন রহমান, বাংলাদেশের বিভিন্ন বারের সাথে সমন্বয় বিষয়ক/ আভ্যন্তরীণযোগাযোগ বিষয়ক সম্পাদকগণ অ্যাডভোকেট সাবিনা শিপ্রা দাস(ঢাকা বিভাগ), অ্যাডভোকেট মো. তৌহিদ উজ্জামান খান (ঢাকাটাক্সেস বার), অ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দিপা, অ্যাডভোকেট রুমানা ইসলাম সেরনিয়াবাদ, অ্যাডভোকেট সাহিদাপারভীন নদী, অ্যাডভোকেট ফাতেমা নাসরিন, অ্যাডভোকেটজেবুন নেসা খানম (রাজশাহী বার), অ্যাডভোকেট জাকির হোসেনপরান (বরিশাল বিভাগ), অ্যাডভোকেট প্রহলাদ দেবনাথ, অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, অ্যাডভোকেট মৌসুমী বেগমঢাকাইয়া, অ্যাডভোকেট রাজিয়া আক্তার পপি, অ্যাডভোকেটতানজিন আক্তার তানি (চট্টগ্রাম ও কক্সবাজার), অ্যাডভোকেটনাছরীন আক্তার (গাজী নাজ), আরাবী নূর ইয়াসমিন লিমা(ঢাকা টাক্সেস বার), অ্যাডভোকেট ফিরোজ আলী মন্ডল, অ্যাডভোকেট তৌহিদা বিনতে রহমান আখি, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান (নোয়াখালী বার), আভ্যন্তরীণ পরিকল্পনাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইরিন আক্তার রুবি ওআভ্যন্তরীণ পরিকল্পনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহনাজআক্তার শিল্পী (সাথী), ইন্টারন্যাশনাল কমার্শিয়াল সেক্রেটারিঅ্যাডভোকেট মো. রাশেদুল হাসান সুমন, ইয়ূথ ডেভেলপমেন্টসেক্রেটারি অ্যাডভোকেট মুনমুন নাহার।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, সহ–তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আক্তার, জনস্বাস্থ্য, পুষ্টি ও গবেষণা সেলের প্রধান অ্যাডভোকেট লুবনাইয়াসমিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেটচায়না চক্রবর্তী, যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মমিন(নারায়ণগঞ্জ বার), স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেটআল ফারহান কাওছার পাভেল, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট ফাতেমা বেগম রিনা, নারী নির্যাতন প্রতিরোধসেলের সম্পাদক অ্যাডভোকেট লাবনী আমিন, নির্বাচন ওপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী, শিল্প বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. এহসান হাবিব, বানিজ্যবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসেন, হিন্দু ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সমরজিৎ মজুমদার, এনজিওবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিশাত ফারজানা নিপা, পরিবেশও জলবায়ু বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরজাহান, মহিলাসম্পাদিকা অ্যাডভোকেট মৌসুমী আক্তার (ট্যাক্স বার), সহ–মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট ইশরাত জাহান মনি, সহমহিলা সম্পাদিকা অ্যাডভোকেট রাফিয়া তাবাস্সুম, আভ্যন্তরীণযোগাযোগ বিষয়ক সম্পাদক (গোপালগঞ্জ জেলা বার) অ্যাডভোকেট বিলগিস নাফিসা হক মহুয়া, গণশিক্ষা বিষয়কসম্পাদক অ্যাডভোকেট শাহনাজ পারভীন লিগ্যাল এইড ওভিক্টিম সাপোর্ট সেক্রেটারি অ্যাডভোকেট নিঘাত সীমা, লিগ্যালএইড ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেগুফতাতাবাস্সুম আহমেদ।
Leave a Reply