গত ১৮ অক্টোবর বুধবার রাজধানীর কদমতলী থানাধীন মোহাম্মদ বাগ এলাকায় আওলাদ মিয়া-র ভবনে অবস্থিত মাদ্রাসায় এক শিক্ষক এক ছাত্রকে বলাৎকার করে।
ওই শিশু শিক্ষার্থীর অভিভাবক মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এ ঘটনার বিচার চাহিলে, কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে পঞ্চাঁশ হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেয়।
এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষক আরও ৭/৮ জন যুবকদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র, লোহার রড, হাতুরি জিআই পাইপ দিয়ে সাংবাদিক শাহ্ মোহাম্মদ কামাল খাঁনের উপর হামলা করে, এতে তাহার মাথা ফেটে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁ’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করে নেয়।
এই হামলার বিষয়ে কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে, সাংবাদিক শাহ্ মোহাম্মদ কামাল বলেন, আমি একটু সুস্থ হলেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা আইনি সহায়তা নিব।
Leave a Reply