1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারের সম্মাননা পেলেন এসআই সৈকত - দৈনিক আমার সময়

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারের সম্মাননা পেলেন এসআই সৈকত

ইমন হোসেন,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

রাজধানীর ভাটারা থানার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সৈকতকে পুরস্কৃত করা হয়েছে।

বৃহস্পতিবার  (২০ জুলাই) জুন-২০২৩ মাসের মাসিক অপরাধ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ভাটারা থানার অফিসার ইনচার্জ এ বি এম আসাদুজ্জামান তার হাতে এ পুরষ্কার তুলে দেন।

এসআই মোহাম্মদ সৈকত অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন আমার একার নয়। ভাটারা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব এ বি এম আসাদুজ্জামান স্যার ও পুলিশ পরিদর্শক(তদন্ত)  স্যারের সার্বিক দিকনির্দেশনায় এবং ভাটারা থানা পুলিশ টিমের যৌথ প্রচেষ্টায় এ অর্জন করা সম্ভব হয়েছে। আমরা ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্য বাস্তবায়নের সবসময় তৎপর রয়েছি।

এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ভাটারা থানার কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com