সাতক্ষীরার শ্যামনগর উপজেলার। নূরনগর এলাকায় শিশু কার্ডের ৭৫ বস্তা * সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ জুন) সন্ধ্যায় ২ নূরনগর পুরাতন মৎস্য আড়ত সংলগ্ন এর ‘আল্লার দান চাউলের আড়ত’ থেকে ন এই চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা : করেন শ্যামনগর উপজেলার সহকারী এর কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ।ও আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে দেখা যায়, অসহায় ও শিশু কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে মজুত রাখা হয়েছে। দোকান মালিক মো. শাহিনুর রহমান বকুল (পিতা: মো. শোকর আলী গাজী, গ্রাম: রতনপুর, উপজেলা: কালিগঞ্জ)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ২০০ টাকা জরিমানা করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চাল কাশিমাড়ী এলাকার ন কিছু ধানের ব্যাপারীর কাছ থেকে কিনেছেন বলে জানান, তবে নির্দিষ্ট কারও নাম বলতে পারেননি। নির্বাহীম্যাজিস্ট্রেট উপস্থিত জনসাধারণকে সতর্ক করে বলেন, সরকারি বরাদ্দের চাল ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ বিবেচনায় দণ্ড লঘু করা হলেও জব্দকৃত ৭৫ বস্তা চাল নিকটবর্তী পাঁচটি এতিমখানায় বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নিয়ে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শারিদ বিন শফিক উপস্থিত ছিলেন।
Leave a Reply