1. : admin :
শেরপুরে বিনা ধান-২৫ নিয়ে মাঠ দিবস - দৈনিক আমার সময়

শেরপুরে বিনা ধান-২৫ নিয়ে মাঠ দিবস

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩

জেলায় বোরো আবাদের নতুন জাত বিনা ধান-২৫ বিষয়ে নতুন ধান কর্তন এবং কৃষকদের সঙ্গে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী উপজেলার কদমতলী গ্রামে বিনা উপকেন্দ্রের উদ্যেগে গতকাল মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক প্রজননবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম। নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস। এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলার কৃষি অফিসার মো. আব্দুল ওয়াদুদ, কৃষক আবুল কাশেম।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যে, নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. মাহবুবুল আলম তরফদার বলেন, এই জাতটি উচ্চ ফলনশীল। কৃষক বিনা ধান-২৫ আবাদে কৃষক লাভবান হবে। প্রিমিয়াম কোয়ালিটির এই ধানের জীবনকাল ১৩৮ থেকে ১৪৮ দিন, গাছ লম্বা কিন্তু শক্ত হেলে পড়ে কম। পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ১১৬ সে.মি। প্রতি গাছে ১০ থেকে ১২টি কুশি থাকে। ছড়ার দৈর্ঘ্য গড়ে ২৭০ সে.মি লম্বা। প্রতি শীষে পুষ্ট দানার পরিমাণ ১৫০ থেকে ১৫৫টি। ১০০০ টি পুষ্ট ধানের ওজন গড়ে ১৯৭ গ্রাম। ভাত সাদা, ঝরঝরে ও সুস্বাদু ফলে বাজারমূল্য বেশি এবং রপ্তানী উপযোগী।
এরপর বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস বলেন, বিনা ধান-২৫ জাতের ভবিষ্যত অনেক সমৃদ্ধ। এই ধানের চাল খেতে অনেক সুস্বাদু। আমি নিজে এটা পরীক্ষা করেছি। আমি আশা করি, আগামী বছর বোরো আবাদ থেকে জেলার প্রায় সব কৃষকই বিনা ধান- ২৫ জাতের চাষাবাদ করবে। এর ফলে বিদেশ থেকে চিকন চাল আমদানি নির্ভরতা কমবে। পাশাপাশি বিদেশে এই ধানের চাল রপ্তানী করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
জেলা কৃষি বিভাগ ও নালিতাবাড়ী উপজেলা বিনা উপকেন্দ্র সূত্রে জানা গেছে, দীর্ঘ ৮ বছর গবেষণা শেষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বোরো মৌসুমের একমাত্র চিকন ধান বিনা-২৫। উচ্চ ফলনশীল ধানের মত এই ধানেরও ফলন বেশি। সেই সাথে লম্বা, সরু এবং খেতে ও সুস্বাদু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com