1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শিশু মনে শেখ হাসিনা সংগঠনের কমিটি গঠন সভাপতি আলমগীর খোরশেদ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি - দৈনিক আমার সময়

শিশু মনে শেখ হাসিনা সংগঠনের কমিটি গঠন সভাপতি আলমগীর খোরশেদ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে “শিশু মনে শেখ হাসিনা” সংগঠনের এক অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ যুব মহিলালীগ এর সভাপতি ডেইজি সারোয়ার এ কমিটি ঘোষনা করেন।

কবি আলমগীর খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি “ডেইজি সারোয়ার”। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী বিশেষ অতিথি ছিলেন কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, কবি আসলাম সানী,কবি কামরুল ইসলাম, কবি হুমায়ুন কবীর ঢালী, কবি ড.দীপু সিদ্দিকী, কবি সৌমিত্র দেব, প্রমুখ ।

কবি নাঈম আহমেদের সঞ্চালনায় সংগঠনের ”সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি” স্বাগত বক্তব্য রাখেন এ সময় তিনি বলেন- শিশু মনে শেখ হাসিনা সংগঠনটি শিশুদের নিয়ে আগামীদিনে সবসময় কাজ করবে শিশুদের মেধা বিকাশ, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস, আত্মবিশ্বাসী, হওয়ার জন্য সবসময় কাজ করবে। এবং শেখ হাসিনার আদর্শকে প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার ” শিশু মনে শেখ হাসিনা “ সংগঠনের নেতৃবৃন্দো।

শিশু মনে শেখ হাসিনা সংগঠনের সভাপতি প্রকৌশলী আলমগীর খোরশেদ বক্তিতায় বলেন
আমাদের এ সংগঠন হবে একটি শিশুদের আদর্শ সংগঠন। যেখানে শিশুদের শেখানো হবে মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস। বঙ্গবন্ধুর ইতিহাস, আদর্শ, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা। আগামী প্রজন্মকে সুন্দর ভাবে গড়ার সহযোগী সংগঠন হিসাবে সবসময় শিশুদের পাশে থাকবে এ সংগঠন। তাই এই সংগঠন কে এগিয়ে নেওয়ার জন্যে আপনাদের মতো নতুন প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। এই সংগঠনের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের কাছে শিশু মনে শেখ হাসির আদর্শকে
পৌছে দিবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদেরকে ডেইজি সারোয়ার বলেন-
শিশু মনে শেখ হাসিন সংগঠনের অভিষেক অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লেগেছে । আমি “শিশু মনে শেখ হাসিনা” সংগঠনের সকল নেতা কর্মীদের বলবো শেখ হাসিনার আদর্শকে প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে।
তিনি নেপোলিয়ন বোনাপার্টের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন -আমরা মায়েরা সন্তানের প্রতি সচেতন থাকতে হবে কারণ ভালো সন্তান উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।
এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ”বাংলাদেশ যুব মহিলা লীগ”
শেখ হাসিনাকে পুনরায় জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com