সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ছিন্নমূল শিশুদের নিয়ে পরিচালিত স্বপ্নযাত্রা’র স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
৪ নভেম্বর শনিবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত এ আয়োজনের কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে শিশুদের প্রতিভা বিকাশের জন্য নারায়ণগঞ্জ শহরের দর্শনীয় স্থান পরিদর্শন ও লেখাধূলো শেষে সন্ধ্যায় শহরের মেরিডিয়ান লাউঞ্জ রেষ্টুরেন্টে খাবার পরিবেশন করা হয়।
স্বপ্ন যাত্রা যুব উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষক ও মানবদরদী আলিনূর আক্তার চাঁনবী’র নিজস্ব অর্থায়নে শিশুদের এ আনন্দ উৎসব আয়োজন পরিচালনা করা হয়।
আলিনুর আক্তার চাঁনবী বলেন, পরিবারের আদর স্নেহ ভালোবাসা থেকে এ শিশুরা বঞ্চিত। আজ রিপা তার সংগঠনের মধ্য দিয়ে শিশুদের অভিভাবকের দ্বায়িত্ব পালন করে চলছে। তাদের সংগঠনের মহতী কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছি। কারণ আমি আমার সামাজিক দ্বায়িত্ববোধ থেকে কর্তব্য মনে করি। তাই এ ক্ষুদ্র প্রচেষ্টা। একদিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফুটাতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দের।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্নযাত্রা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রিপা আক্তার। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক- কামরুন্নার বিথী, সহকারী সম্পাদক – রাফিদুল ইসলাম, সহকারী সম্পাদক – মুন্নি রহমান,
কোষাধ্যক্ষ- মারজিয়ানা রিমু, স্কুল শিক্ষক- রাবেয়া বসরী খুশবু, ভলেন্টিয়ার টুটুল ও ইতিসহ প্রমূখ।
Leave a Reply