1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
শরীয়তপুরের গর্ব এ কে এম শহীদুল হক - দৈনিক আমার সময়

শরীয়তপুরের গর্ব এ কে এম শহীদুল হক

মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টার
    প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
জনাব এ কে এম শহীদুল হক বাংলাদেশ পুলিশের এক কিংবদন্তির নাম । তিনি শরীয়তপুর জেলার কৃতি সন্তান। একেএম শহীদুল হক ১৯৫৯ খ্রী: সালের তদানীন্তন পূর্ব পাকিস্তানের ফরিদপুর জেলার শরীয়তপুর মহাকুমার নড়িয়া থানার নর কলিকাতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতার নাম মোঃ আব্দুল মজিদ ও মাতার নাম জরিনা খাতুন।
তিনি প্রাথমিক শিক্ষা নিজগ্রামে গ্রহণ করেন। দুলুখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করে দূরবর্তী পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা অর্জন করেন।
তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন।
তিনি অত্যন্ত সফলতার সাথে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। জঙ্গি দমনে তাঁর প্রশংসা সর্বমহলে প্রশংসিত।
জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে তার প্রচেষ্টা বহুল প্রশংসিত। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি প্রশাসন ও অপারেশন পদে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এর দায়িত্ব গ্রহণ করেন।
ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ পদে কর্মরত অবস্থায় তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী ব্যাপক উন্নতি সাধন করে।
তার দূরদর্শী দিক নির্দেশনার আলোকে গৃহীত  সৃজনশীল উদ্যোগের ফলে বাংলাদেশ পুলিশ বাহিনী দেশ-বিদেশে বহুমুখী সাফল্য অর্জন করে।
এসকল অর্জন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
নির্বাচিত, সামরিক, তত্ত্বাবধায়ক ও সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক ইত্যাদি মিলিয়ে তিনি মোট বারোটি সরকারের অধীনে কাজ করেছেন।
তিনি বাংলাদেশ কমিউনিটি পুলিশিং এর প্রবর্তক হিসেবে পরিচিতি পেয়েছেন।
বাংলাদেশের কমিউনিটি পুলিশিং এ গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে আমেরিকার নিউ জার্সির মেয়র তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
তিনি বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং  মহামান্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম অর্জন করেছেন।
তিনি জাতিসংঘ শান্তি মিশনে কম্বোডিয়া, অ্যাঙ্গোলা ও সুদানে দায়িত্ব পালন করে জাতিসংঘ শান্তি পদক এ ভূষিত হয়েছেন।
তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে 1)police and community with concept of community policing,
2) community policing concept; aims and object.
3) Bangladesh police hand book
4)  কমিউনিটি পুলিশিং কি এবং কেন,
ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক, অবসর গ্রহণের পর তিনি লেখালেখি এবং তাঁর প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান কার্যক্রম তদারক সহ সমাজকল্যাণমূলক নানা কাজের সাথে যুক্ত আছেন।
একেএম শহীদুল হক চাকুরি থেকে অবসরের পর  থেকে শরীয়তপুর জেলার
সখীপুর ও নড়িয়া থানার সাধারণ মানুষের সুখে-দুখে কাজ করে যাচ্ছেন।সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখছেন  অতপ্রতভাবে। একেএম শহীদুল হক আমার সময়কে বলেন আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই আমার শরীয়তপুর বাসির সুখে-দুখে এবং শিক্ষার আলোয় আলোকিত করতে চাই  আমার শরীয়তপুরের সন্তানদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com