1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স’২৪ এর লোগো উন্মোচন - দৈনিক আমার সময়

রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স’২৪ এর লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

 

রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স রোটারি ডিস্ট্রিক্ট এর একটি সর্ববৃহৎ অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করে থাকে রোটারি ডিস্ট্রিক্ট এর প্রায় সকল ক্লাবের রোটারিয়ানরা ।

এই কনফারেন্স এর মাধ্যমে নতুন নতুন নেতৃত্ব নিবার্চিত হয় এবং কনফারেন্স-এ সকল রোটারিয়ানরা সমাজের সাম্প্রতিক সময়ে জটিল ও গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করে থাকে। এর পাশাপাশি বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা রোটারিয়ানদের মাঝে ভাব-বিনিময় আদান প্রদানের এক বিশাল সুযোগের সৃস্টি হয় ।

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্ট্রোক্রেটের স্বাভাবিকতায় নগরীর উইন্ড অব চেইঞ্জ রেস্টুরেন্টে রোটারি ডিস্ট্রিক্ট করফারেন্সের লোগো উন্মোচন এবং ১ম প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

রোটা: মোস্তফা আশরাফুল ইসলাম আলভীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মতিউর রহমান।

ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার মুহাম্মদ মতিউর রহমান এবারের ডিস্ট্রিক্ট কনফারেন্স এ চেয়ারম্যান এর দায়িত্ব প্রেরণ করেন, রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্ট্রোক্রেটের প্রতিষ্ঠাতা সভাপতি রোটা: মোস্তফা আশরাফুল ইসলাম আলভী-কে।

এতে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী পিপি মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারী পি পি মোহাম্মদ শামসুল আলম।

এতে আরো বক্তব্য রাখেন সকল পাস্ট প্রেসিডেন্ট- মোহাম্মদ শাহাজাহান, মাহফুজুল হক, আসাদুল হক, সাইফুল হুদা সিদ্দিকি, মোহাম্মদ সানিউল ইসলাম, সালমা রহমান মনি, মোহাম্মদ শামসুল আলম, প্রফেসর ডাঃ আবুল কাশেম, প্রফেসর ডাঃ মোঃ আকবর ভুঁইয়া , ওয়াহিদুজ্জামান চেীধুরী , এমদাদুল আজিজ চৌধুরী, মোহাম্মদ রাসেদুল আমিন, নুর এ আলম সিদ্দিকি, জাহেদা আকতার মিতা, ডাঃ মইনুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ ইসমাইল, এডভোকেট ফারজানা হাকিম চৌধুরী, মোহাম্মদ মুসলিম, নাদিরা বেগম শিল্পি, এডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম, আলী মোহাম্মদ নিজাম উদ্দিন, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, হাবিব মহিউদ্দিন, আফতাব উদ্দিন সিদ্দিকি, নজরুল ইসলাম নান্টু, শেখ জামাল আহম্মেদ, কফিল উদ্দিন মাহমুদ রিপন।

তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চিটাগাং এরিস্ট্রোক্রেট ক্লাবের প্রেসিডেন্ট সাদমান সাঈকা শেফা ও ক্লাবের সদস্যবৃন্দ মোঃ শামিম রেজা, এস এম মুহিবুর রহমান, মোঃ জয়নাল আবেদীন মুহুরি,এডভোকেট জুবাইর হোসেন শিবলু, ইঞ্জি: মোহাম্মদ ইমরান, নাজমুল বিন আবেদীন, এ কে এম শহিদুল্লাহ চৌধুরী, সরোজ বড়ুয়া , মোঃ তারেক আফসার , সৈয়দ জালাল আহমেদ রুম্মান, এবং আরো অনেকেই।

ডিস্ট্রিক্ট গভর্নর তাঁর বক্তব্যে উল্লেখ করেন রোটারিয়ানরা বিভিন্ন গতিশীল কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির মধ্যে আশার সঞ্চার করে, পাশাপাশি কমিউনিটি ও আঞ্চলিক সমস্যা সমাধানে নিজস্ব পরিকল্পনা গ্রহণ করে জেলা গভর্নরের দেয়া পরিকল্পনার সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যায় ।

পরবর্তীতে গভর্নর রোটারি ক্লাব গুলোর ভূয়সী প্রশংসা করেন এবং ব্যক্ত করেন এবারের কনফারেন্স সুন্দর, গোচানো ও পরিকল্পিতভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে তিনি ক্লাবগুলোকে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে কনফারেন্স কমিটিকে সহযোগীতা করার অনুরোধ জানান। পরবর্তীতে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স’২৪ এর লোগো উন্মোচন করেন ও উপস্থিত সকল অতিথিগণকে এই কনফারেন্স সুন্দর ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এর পাশাপাশি, এই কনফারেন্স কমিটির চীফ কোর্ডিনেটর এডভোকেট মোঃ জোবাইর হোসেন শিবলু, রেজিষ্ট্রেশন কমিটির চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান , এই নামগুলো ঘোষণা করেন ডিস্ট্রিক্ট গভর্নর।

উক্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান ও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্ট্রোক্রেটের সভাপতি রোটা: সাদমান সাঈকা সেফা এবং রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স-২৪, সুন্দর করার লক্ষ্যে সবাইকে সহযোগীতা করার বিনীত অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com