রিয়াদ- মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) রাজধানী রিয়াদে হোটেল এপোলো ডিমোরা হলরুমে ফারুক খান ও আব্দুল হালিমের যৌথ সঞ্চালনায় আওয়ামী রেমিট্যান্স যোদ্ধা সৌদিআরব আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন উদযাপন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কুরআন তেলোয়াত করেন হাফেজ সিয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারিপুর শিবচরের কৃতি সন্তান, বিপ্লবী সাবেক ছাত্রনেতা, আওয়ামী রেমিট্যান্স যোদ্ধা সৌদিআরব আওয়ামী লীগের সভাপতি জনাব ইস্কান্দার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী রেমিট্যান্স যোদ্ধা সৌদিআরব আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ঈসা উল্লাহ। আওয়ামী রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর,রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক সরদার, বৃহত্তম ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান, সাবেক বৃহত্তম ফরিদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ মাদবর,শহিদ মুন্সি, আলমগীর ফকির,লাল মিয়া তালুকদার, ইদ্রিস হাওলাদার,মহীউদ্দীন মোল্লা,আমজাদ মুন্সি,দুলাল মুন্সি,চুন্নু মুন্সি, লাবলু মাদবর, আবুল হোসেন হাওলাদার, মোসলেউদ্দিন মানিক,রুহুল আমিন মোল্লা,শাহীন সিকদার,শাহ আলম মাদবর, ইমরান হোসেন,আবুল কালাম,সজীব খান,সিহাব আহমেদসহ আরও অনেকে।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার বড় সন্তান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি,বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ জয়, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু ও মেট্রোরেল নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে,উড়াল সেতু, মহাসড়কগুলো ফোর লেনে উন্নীত করা, এলএনজি টার্মিনাল স্থাপন, যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, ফাইভ-জি মোবাইল প্রযুক্তির ব্যবহার চালুসহ অসংখ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তাই ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-সুস্থ ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Leave a Reply