রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মো. ফিরোজ মিয়া (৫৪) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই আরোহী। গতকাল শুক্রবার রাত বারোটার দিকে মাতুয়াইল মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দুইটা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই জাহিদুজ্জামান। তিনি বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিকশারচালক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন দুই আরোহী।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
মৃতের ফুফাতো ভাই মো. কবির ও ভাগ্নি ফাতেমা বলেন, তিনি ব্যাটারি চালিত রিকশাচালক ছিলেন। গতকাল বিকেলে বাসা থেকে বের হন তিনি। রাতে খবর পান তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
পরে ঢাকা মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
মৃত ফিরোজ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মইশালী গ্রামের কাসেম মিয়ার ছেলে। বর্তমানে সাদ্দাম মার্কেট জিরো পয়েন্ট এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতেন।
Leave a Reply