রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক যুবককে অপহরণপূর্বক মুক্তিপণ দাবি করা অপহরণ চক্রের মূলহোতা মোসাঃ জেসমিন আক্তার(৩৫) এবং তার সহযোগী মোঃ রাজু(৪৫)’কে পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২
র্যাব সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২১ বছরের এক যুবককে অপহরণের পর ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করেছিলো ওই চক্রকারীরা, চক্রের মূলহোতা মোসাঃ জেসমিন আক্তার(৩৫), স্বামী- মোঃ রহমুতাল্লাহ, এবং মোঃ রাজু পিতা মোঃ আব্দুল মোতালেবকে, গতকাল ১০ অক্টোবর ২০২৩ দুপুর ১২.১০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাব-২ এবং ওই ভুক্তভোগী যুবককে জীবিত উদ্ধার করেছে র্যাব।
উদ্ধারকৃত যুবকের নাম মোঃ রবিউল ইসলাম(২১) তিনি মোহাম্মদপুর এলাকায় কাদেরাবাদ হাউজিংএ ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন। গত ০৭ অক্টোবর ভুক্তভোগী সকালবেলা ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়ে বিকালের মধ্যে বাসায় ফিরে না আসায় ভুক্তভোগীর বড় ভাই সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় তার ব্যবহৃত মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পায়। এই ঘটনার পর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-৫৯৫, ঘটনা সূত্রে আরো জানা যায় রবিউল ইসলামের ব্যবহৃত মোবাইল দিয়ে অভিনব কায়দায় ভুক্তভোগীর সৌদি প্রবাসী পিতার মোবাইলে ইমু অ্যাপস এর মাধ্যমে ফোন দিয়ে অপহরণকারীরা তার ছেলেকে অপহরণের কথা জানিয়ে ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। উক্ত বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তার ভাই গত ০৯ অক্টোবর ২০২৩ র্যাব-২, অধিনায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করেন এবং উক্ত বিষয়ে মোহাম্মদপুর থানার সাধারণ ডায়েরি মূলে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-২ এর একটি আভিযানিক দল ওই যুবককে উদ্ধারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, গতকাল ১০ অক্টোবর ২০২৩ আনুমানিক দুপুর ১২.১০ ঘটিকার সময় ডিএমপির পল্লবী থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মোসাঃ জেসমিন আক্তার(৩৫) এর ভাড়া বাসা থেকে অপহৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করে র্যাব।উদ্ধারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় গত ০৭ অক্টোবর বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে পূর্ব পরিকল্পিতভাবে জোর করে টেনে হিঁচড়ে তাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী অপহরণকারীরা মোঃ রবিউল ইসলাম(২১) কে অপহরণ পূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তার পিতার কাছে ৩০,০০০০০/-(ত্রিশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে বড় ভাই বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন। দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
Leave a Reply