ময়মনসিংহের মুক্তাগাছায় ২টি চোরাই অটোরিক্সা সহ একজনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানার পুলিশ। গ্রেফতারকৃতের নাম রাশেদ (৩৮) । সে মুক্তাগাছা থানার সৈয়দ গ্রাম এলাকার কামালের পুত্র।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তাগাছা থানার চন্দ্রের বাজার সংলগ্ন সৈয়দ গ্রাম থেকে চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয়কালে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ রাশেদ কে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর নিকট হতে ২টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং-১০(৫)২৩, ধারা- ৪১৩ পেনাল কোড রুজু করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply