1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মিরপুরে নকশা না মেনে ভবন নির্মাণ করায় উচ্ছেদ : জরিমানা এক লক্ষ টাকা - দৈনিক আমার সময়

মিরপুরে নকশা না মেনে ভবন নির্মাণ করায় উচ্ছেদ : জরিমানা এক লক্ষ টাকা

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
রাজধানীর মিরপুরে রূপ নগর আবাসিক এলাকায় অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের জোন-৩/১ আওতাধীন রূপনগর আবাসিক এলাকার ৫নং রোডের ১২ ও ১৪ নং প্লটে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনায় করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন ৩/১ এর পরিচালক তাজিনা সারোয়ার।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৩/১ এর আওতাধীন রূপনগর আবাসিক এলাকায় আবাসিক প্লটে অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবনের ডেভিয়েশন ও ভয়েডসহ বেশ কিছু অনিয়ম থাকায় রাজউক কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভবনের অবৈধ বর্ধিতাংশ অপসারণ করা হয়। একই সঙ্গে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান, হোম ট্রাষ্ট লিভ লিমিটেড’কে এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভবনের মালিক ও ডেভেলপার কোম্পানি স্বত্বাধিকারী উভয় পক্ষ তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন এই শর্তে ভবিষ্যতে যেন অনুমোদিত নকশার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূত ভাবে ভবনের বাকি নির্মাণ কাজ না করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন ৩/১ এর পরিচালক তাজিনা সারোয়ার দৈনিক আমার সময়’কে বলেন, অবৈধ ভবনের বিরুদ্ধে রাজউকের এই উচ্ছেদ অভিযান নিয়মিত কাজের অংশ। আমরা আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। ভবনের ভয়েড গুলোর স্থানে ছাদ সম্প্রসারিত করে বাথরুম ও বারান্দা নির্মাণ করায় আমরা হোম ট্রাষ্ট লিমিটেডের ভবনটি ভেঙে দিয়েছি ও এক লক্ষ টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করেছি এবং এরই পাসের নির্মাণাধীন ভবনে ডেভিয়েশন থাকায় ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। জনস্বার্থে রাজউকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই উচ্ছেদ কার্যক্রমে জোন ৩/১ এর অথরাইজড অফিসার মোঃ মুহাব্বীর রনি সহ, ইমারত পরিদর্শক, প্রধান ইমারত পরিদর্শক ও সহকারী অথরাইজড অফিসারগণ এবং জোন ৩/১ এর সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com