1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মিটুল হক বিদেশের মাটিতে বাংলা রক গানের সাইনবোর্ড - দৈনিক আমার সময়

মিটুল হক বিদেশের মাটিতে বাংলা রক গানের সাইনবোর্ড

বিনোদন ডেস্ক :
    প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সেই স্বর্নালী ৯০ – এর দশক যখন বাংলাদেশে ব্যান্ড সংগীতের স্বর্ণযুগ, ঠিক সেই সময়ে প্রিজানার্স নামে একটি রক ব্যান্ডের আত্মপ্রকাশ ঘঠে। সেই ব্যান্ডের মূল ভোকালিস্ট হিসেবে “রক্তের নেশায়” শিরোনামে প্রথম এ্যালবাম প্রকাশিত হয়৷ যার বেশির ভাগ গানের সুর,কথা ও কন্ঠ ছিল মিটুল হকের৷

 

মিটুল হক, আমেরিকা প্রবাসী হলেও হৃদয়ে ধারন করেন জন্মভূমি বাংলাদেশ। তিনি একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী।

 

১৯৯০ সালে মিটুল তাঁর পরিবারের কাছে চলে যান৷ তারপর গানে নিতে হয় দীর্ঘ একটা বিরতি। ২০১৬ সালে তিনি আবার ফিরে আসেন গানে।

২০১৭ সালে প্রকাশ করেন এ্যালবাম অন্য ভূবন।

 

ব্যাক্রিমধর্মী গানের কথা আর গায়কী স্টাইলের জন্য শ্রোতাদের মনে শক্ত একটা স্থান করে নিয়েছেন তিনি।

ব্যাস্ততার মাঝে গান করাটা তাঁর জন্য চ্যালেঞ্জিং হলেও শ্রোতাদের জন্য নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। এছাড়াও দেশ – বিদেশের নানান ফেসবুক পেজে সরাসরি গান পরিবেশন করছেন এই রক শিল্পী৷

তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ;স্বাধীনতা, স্বাধীনতা.২, ব্যাথার তীব্রতা, শহরের জীবন, অসুস্থ, তুমি আর কেদোনা, ঘুমিয়ে পড়োনা, বৈশাখ, পাঁজরে, পাহাড়ী, জল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com