1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
মানুষের জন্য নির্যাতিত সাংবাদিক ফরিদের কান্নার ভিডিও ভাইরাল: বল্লেন এমপি হলে করবেন কি - দৈনিক আমার সময়

মানুষের জন্য নির্যাতিত সাংবাদিক ফরিদের কান্নার ভিডিও ভাইরাল: বল্লেন এমপি হলে করবেন কি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
মানুষের শান্তিতে নিজের প্রশান্তি খুজে পান,আলোচিত সাংবাদিক উখিয়া টেকনাফের নাগরিক কমিটি মনোনীত প্রার্থী জনপ্রিয় সাংবাদিক সমাজসেবক,জননেতা ফরিদুল মোস্তফা খান।
মানুষ খেলে,শান্তিতে ঘুমালে, তাদের কেউ  দান- অনুদান করলে নিজের ভালোলাগার কথা জানিয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে তিনি বলেন,কষ্ট লাগে মানুষকে দান করার সময় কেউ ছবি বা ভিডিও করে মানুষের সম্মানহানী করলে।
সম্প্রতি কক্সবাজারের গনমাধ্যমে দেওয়া ভাইরাল হওয়া এক ভিডিও সাক্ষাতকারে তিনি একথা বলেন।
সাক্ষাতকারে সত্য সাংবাদিকতায় ক্ষিপ্ত সেই ওসি প্রদীপের হাতে কারা নির্যাতিত সাংবাদিক ফরিদ আরও বলেন, জন্ম থেকেই সৃষ্টির কল্যানে কাজ করা তার নেশাও পেশা।
কারাগারের চরম অভাব অনটনেও তিনি মানুষকে খাওয়াইছেন,কাউকে বুঝতে দেননি এবং ভবিষতেও মানুষের জন্য কিছু করলে কাউকে বলবেনা।
এমপি প্রার্থী ফরিদুল মোস্তফা কেন নির্বাচন করছেন?  নির্বাচিত হলে গনমাধ্যমও মানুষের জন্য কি করবেন সেই আশা আকাংখা এবং স্বপ্নের কথা বলে বারবার আবেগাপ্লুত হন।
তিনি স্পষ্ট ভাষায় বলেন,নির্বাচিত হন বা নাই হোন আমৃত্যু মানুষের কল্যানে কাজ করবেন।
কোন জেল জুলুম হামলা মামলা তাকে দাবিয়ে রাখতে পারবেনা জানিয়ে তিনি বলেন, উখিয়া টেকনাফের মানুষ যে দিন দরজা খুলে ঘুমাতে পারবেন সেদিন তিনি শান্ত হবেন।
সাংবাদি ফরিদ বলেন, নির্বাচিত হলে এলাকায় হযরত ওমরেরের শাসন ব্যাবস্থা চালু করবেন।
অতীতের মতো মাদক,ঘুষ,দুর্নীতি,দখল,বেদখল,সামাজিক অনাচার ব্যাবিচারের বিরুদ্ধে তিনি থাকবেন আপোষহীন।
তবে মাদকব্য্যবসায়ীদের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে গ্রেফতার বা অন্যকোন প্রকার হয়রানী নয়,আত্নসমরপনের ব্যাবস্থার কথা জানিয়ে তিনি তার বিরুদ্ধে যারা হামলা মামলা করেছেন তাদের ক্ষমা করে দিয়েছেন বলে জানান।
সাক্ষাতকারে সাংবাদিক ফরিদ বলেছেন,উখিয়া টেকনাফের সব মানুষ মাদক ব্যাবসায়ী নয়।
মুষ্টিমেয় কয়েক হাতে গুনা মানুষের জন্য দেশে বিদেশে উখিয়া টেকনাফের যে সম্মান ক্ষুন্ন হয়েছে নির্বাচিত হলে তিনি সেই সম্মান পুনুরু্দ্বারে কাজ করবেন।
তিনি বলেন,প্রদীপের আমলে নীরহ যারা শহীদ হয়েছেন,তাদেরতো ফিরিয়ে আনা সম্ভবনা।
এমপি হলে সব মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাবস্থা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com