মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে হেরোইন এবং দেশীয় চোলাই মদসহ ৪জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।
সোমবার (১৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৪ মে রাতে জেলার সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজন এবং পূর্ব ভাকুম এলাকা থেকে ৯ লিটার চোলাই মদসহ আরো একজনকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চর সিংগাইর এলাকার এলাকার মো. মামুন (২৬), আব্দুল হালিম (২৬), মো. সেলিম মিয়া (২৫) এবং পূর্ব ভাকুম এলাকার মো. জমির উদ্দিন ওরফে জমিদার (২৭)।
গ্রেফতারকৃত আসামীদের নামে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply