‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) মানিকগঞ্জ জেলা জজ কোর্ট চত্বর মিলনায়তনে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত জেলা লিগাল এইড কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়।
শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্ভোদন করেন জেলা দায়রা জজ ও লিগাল এইড অফিসার জয়শ্রী সমাদ্দার।
আলোচনা অনুষ্ঠানে জেলা দায়রা জজ জয়শ্রী সমাদ্দারের সভাপতিত্বে ও জেলা লিগাল এইড কর্মকর্তা সেঁজুতি সুবর্ণার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব তানিয়া কামাল, অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক উৎপল ভট্টাচার্য, জেলা জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম, বিজ্ঞ জিপি এ্যাডভোকেট মেহের উদ্দিন, মানিকগঞ্জ পৌর মেয়র মো.রমজান, জেলা সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূরতাজ আলম বাহার প্রমুখ।
Leave a Reply