মানিকগঞ্জের আয়েশা আবেদ ফাউন্ডেশনের দুটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (৭ মে) দুপুর ২টা ২০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্টিফিকেট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
জানা গেছে, এই প্রতিষ্ঠান গার্মেন্টস পণ্য প্রস্তুত করে। যেই দুটি ইউনিটে আগুনে ক্ষয়-ক্ষতি হয়েছে সেখানে রং এবং মম পলিশের কাজ করা হতো। দুটি ইউনিটে মোট ত্রিশ জন কর্মচারী সেখানে কর্মরত ছিলেন।
অগ্নিকান্ডে আয়েশা আবেদ ফাউন্ডেশনের দুটি ইউনিটে থাকা চারদিকের টিনশেড দেয়াল, মেশিনপত্র, আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে আহত কিংবা হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, আগেই এই প্রতিষ্ঠানকে মৌখিক এবং লিখিতভাবে ফায়ার সেফটির বিষয়টি অবগত করা হয়েছে কিন্তু তারা সেদিকে মনযোগী হয়নি।
Leave a Reply