” আমরা সবাই এক হবো আলোকিত মাদকমুক্ত সমাজ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ১৪ এপ্রিল শুক্রবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিমের পৃষ্ঠপোষকতায় ও মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু তিনি বলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গঠন করতে এবং আগামী ঈদ- উল- ফিতরকে সামনে রেখে জয়রামপুর মানব কল্যাণ যুব সংগঠন অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে খুবই প্রশংসনীয়। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামী দিনগুলোতে সমাজ সেবামূলক প্রতিটি কাজে তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার। এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাহারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে এই কাজের অংশীদার হতে চাই। জয়রামপুর মানব কল্যাণ সংগঠনটির সমাজ সেবামূলক প্রতিটি কাজের সঙ্গে আমি প্রথম থেকে যুক্ত আছি, শ্রেণী বৈষম্য ও মাদকমুক্ত সমাজ গড়তে সংগঠনটি সামনের দিকে যেভাবে অগ্রসর হচ্ছে সত্যিই প্রশংসনীয়। আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করছে, এজন্য মহান আল্লাহ পাকের দরবারে সংগঠনটির জন্য শুকরিয়া আদায় করি, এটি একটি অরাজনৈতিক এবং অলাভ জনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সুন্দর সমাজ গড়তে আগামী দিনগুলোতে সংগঠনের প্রতিটি সমাজ সেবামূলক কাজের সাথে থাকবো ইনশাল্লাহ। সহ-সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চাঁদ, সাংগঠনিক সম্পাদক আজগার আলীর রনু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জীবননগর উপজেলা যুবলীগ নেতা সুজন মীর, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নেতা মাসুম, বিশিষ্ট সমাজসেবক প্রাণী চিকিৎসক জাহাঙ্গীর আলম, শাহ তাজ আলম সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষকবৃন্দ ও এলাকার সুধিজন। আলোচনাসভা শেষে সমাজের পিছিয়ে পড়া অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলী কামাল ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply