ময়মনসিংহে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ময়মনসিংহ কমার্স কলেজ।এ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এখলাস উদ্দিন খান।এ সময় উপস্থিত ছিলেন প্রথম সেমিস্টার পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সদস্য সৈয়দা জিনিয়া জাহরা,সদস্য মো. আমিরুল মোমেনিন।এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কানিজ নাজমা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুল ইসলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে তাবাসসুম জীম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ শিবলীসহ প্রমুখ।
Leave a Reply