ময়মনসিংহে ৬টি নকল স্বর্ণের বার সহ প্রতারক চক্রের ৫ সদস্যেক গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান ও এসআই(নিঃ) মাসুদ জামালী সংগীয় ফোর্স সহ থানা এলাকার চর কালিবাড়ী সাকিনস্থ ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে গতকাল ৫ মে বিকাল পৌণে ৬টায় অভিযান চালি্য়ে নকল স্বর্ণের বার সাদৃশ্য দেখিয়ে জেলার মুক্তাগাছা থানার শৈলচাপড়ার রজব আলীর ছেলে মোঃ সেলিম (৪৫)এর সাথে প্রতারনা করার সময় ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ রঘুরামপুরের মৃত-আঃ বারেকের ছেলে,আসামী হামিদ (৩২), পাটগুদামের মৃত-আলী হোসেনের ছেলে বাদশা (২৫), চর কালিবাড়ীর খলিল হোসেনের ছেলে রাসেল মিয়া(৩২),-চর হরিপুর গ্রামের জীবন চৌহানের ছেলে বাদল চৌহান (৫৩) ও তারাকান্দা থানার হরিপুর টানপাড়ার নাজিম উদ্দিনের ছেলে স্বপন (৩০)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। আসামীরা দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের বার দিয়া মানুষের সাথে প্রতারনা করে আসছিল। এব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। আজ আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply