শুভ বসাক, ময়মনসিংহ :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে জাতির পিতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদদের স্মরণে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মির্জা রাফেজা সুলতানার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
Leave a Reply