ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চুরির ল্যাপটপ সহ ঘটনার সাথে জড়িত চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬টি hp ল্যাপটপ ও ০১টি সিপিইউ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোর সদস্যের নাম ইয়াসিন আহম্মেদ দিহান (২০)।সে নগরীর কালিবাড়ী এলাকার হাবিব মিয়া ওরফে হবি মিয়ার ছেলে।
জানা জায়, গত ৩ এপ্রিল নগরীর কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এসএসসি পরীক্ষা শেষে স্কুল ছুটি হলে বিকাল সোয়া ৫টায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা ঝুলিয়ে যার যার মত চলে যায়। পরেরদিন সকাল সাড়ে ৯ টায় স্কুলের পিয়ন রিয়াজ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১নং কক্ষের দরজার তালা কাটা। তখন স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১নং কক্ষে গিয়ে দেখেন রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং রুমে থাকা ২১টি সরকারী ল্যাপটপ এর মধ্যে হতে ৭টি ল্যাপটপ ও ১টি সিপিইউ নেই। ৭টি ল্যাপটপ যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং ১টি সিপিইউ যার মূল্য ৬০ হাজার টাকা । উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হয়ে কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করেন। মামলা নং-২০, তারিখ-০৫/০৫/২০২৩ ইং, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান কে গ্রেফতার করে। এসময় আসামীর হেফাজত হতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ৬টি hp ল্যাপটপ এবং ১টি সিপিইউ উদ্ধার করেন।
Leave a Reply