শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ অন্যান্য অপরাধ মামলায় পাঁচ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো-মোঃ চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে জয়নাল আবেদীন(৪৩), মৃতঃ আব্দুল করিম মুন্সীর ছেলে মুন্না ওরফে মেম্বার (৩০), মৃতঃ আবুল হাসেমের ছেলে শাকিল(২৫), মোঃ কামাল মিয়ার ছেলে হৃদয় হাসান নাদিম(২২), রুস্তম আলী নায়েবের কন্যা মোছাঃ রুনা আক্তার।কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছূম আহাম্মদ ভূইয়ার নির্দেশে ময়মনসিংহ নগরীকে মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নির্মূলে কোতোয়ালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নগরীতে অভিযান চালিয়ে সাজা প্রাপ্ত আসামিসহ অন্যান্য মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply