বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস উপলক্ষে ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি (মবিনাউস) ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মুমিনুন্নেছা এক্সেল টাওয়ারে পন্ডিতপাড়া সংলগ্ন প্রকল্প কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটির মহানগর উপ-কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকারের সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটির মহানগর উপ-কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটির নির্বাহী কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আযম। এসময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ বিভাগ নাগরিক উন্নয়ন সোসাইটি ময়মনসিংহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।উল্লেখ্য, মানবসভ্যতার আরও সৃজনশীল বিকাশ এবং জাতিসংঘ ঘোষিত স্থিতিশীল লক্ষ্যমাত্রা অর্জনে নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করতে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী ২০১৮ সালের ২১ এপ্রিল থেকে প্রতি বছর এ দিবসটি পালন করা হচ্ছে।
Leave a Reply