শুভ বসাক, ময়মনসিংহ :
“রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে ১৬তম তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে নগরীর বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ, সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়াসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ুম। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ৪২ জনের হাতে পুরস্কার ও ৬ জনের মাঝে হুইল চেয়ার এবং ৩ জনের মাঝে হেয়িরিং মেশিন তুলে দেন অতিথিবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ।
Leave a Reply