1. : admin :
ময়মনসিংহে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী আয়োজন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে  ঈদ পূর্নমিলনী’ আয়োজন করেন।আজ পহেলা মে সোমবার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সংস্থার  নিজ কার্যালয় কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আব্দুর রউফ মোস্তাকিম, কাউন্সিলর ১ নং ওয়ার্ড, গৌরীপুর পৌরসভা।,মুর্শিউর রহমান কাউছার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময়।সহ সংস্থার সদস্য ও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহের স্থানীয়  দানশীল রোকেয়া বেগম নামে এক নারী দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ সাহা বলেন,ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধীদের আমার  ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা আমি করবো, এবং সব সময় দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে থাকার আশ্বাস দেন।,এছাড়াও তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের ১০০০০ হাজার  টাকা নগদ অর্থায়ন অনুদান দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীদের ।
উক্ত  অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার  বলেন,দেশের  সকল বিত্তবান  ব্যক্তিবর্গ দৃষ্টিপ্রতিবন্ধীদের  সহযোগিতার হাত  বাড়িয়ে দেন তাহলে  এই দেশের সকল অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা সম্ভব।এছাড়াও মহাসচিব বলেন,আমরা সংস্থার পক্ষ থেকে  যথেষ্ট চেষ্টা করছি দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানে উন্নয়ণের জন্য।এবং দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্ণবাসনের জন্য তাদেরকে  নানাভাবে সাহায্য করে থাকি, হকারি সাহায্য, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃওি, সেলাই মেশিনসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতারণ করে থাকি। এবং সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে পাঁচশত দৃষ্টি প্রতিবন্ধীকে ঈদ সামগ্রী বিতরণ করেছি।এছাড়াও উক্ত অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, মহা-সচিব মোঃ আইউব আলী হাওলাদার ময়মনসিংহ জেলার অসহায় হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাঁস,মুরগি পালনের জন্য নগদ অর্থ প্রদানও করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com