সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, পরিকল্পিত জীবন হোক সবার” এই স্লোগানে জীবন বীমা কর্পোরেশনের ময়মনসিংহ রিজিওনাল অফিসের উদ্যোগে ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রবিবার সকালে বর্ণালী সিটি সেন্টার,গাঙ্গিনাপাড় সংলগ্ন ময়মনসিংহ রিজিওনাল অফিস কার্যালয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এরপর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় জীবন বীমা কর্পোরেশন ময়মনসিংহ রিজিওনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মো. আজিজুল হকের সভাপতিত্বে ও জুনিয়র অফিসার শামীম আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এ.এম জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,অত্র অফিসের ম্যানেজার(প্রশাসন) মোঃ আত্তরঙ্গজেব,সিবিএ এর সভাপতি ও উচ্চমান সহকারী রবি উল্লাহ, জুনিয়র অফিসার (প্রশাসন) জসিম উদ্দিন, ব্রাঞ্চ ইনচার্জ শফিউল্লাহ বায়েজিদ, বীমা গ্রাহক মাহাবুবুর রহমান নয়ন।এসময় উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের বীমা গ্রাহকসহ অত্র অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।
Leave a Reply