ময়মনসিংহে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঘাগড়া সুহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাট,-১১নং ঘাগড়া ইউনিয়নে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ঘাগড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এড. তপো গোপাল ঘোষ। ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক মন্ডল, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজীর আহম্মেদ রাজিব, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি উত্তম চক্রবর্ত্তী রকেট, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুল রহমান ইমন। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিনুর রহমান সাগর।এসময় অনুষ্ঠানের ২য় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,ঘাগড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ।
Leave a Reply