ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। এসআই (নিঃ) আজগর আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গোহাইলকান্দি শেষ মোড়স্থ জনৈক ডাঃ মোজাম্মেল হকের বাসার সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মোঃ সাইদুল ইসলাম, মোঃ তুহিন মিয়া ,মোঃ জনি মিয়াকে ছয় গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।এসআই (নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঢোলাদিয়া এলাকা হইতে মারামারি মামলার আসামী মোঃ রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে অত্র থানাধীন বলাশপুর এলাকা হইতে চুরি মামলার আসামী মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) আশরাফুল আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে দিঘারকান্দা এলাকা হইতে মারামারি মামলার আসামী এনামুল হককে গ্রেফতার করা হয়।এএসআই (নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে গোহাইলকান্দি প্রাইমারী স্কুলের পাশে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী মোঃ সজিবকে গ্রেফতার করা হয়। এছাড়াও এসআই(নিঃ) মনিরুজ্জামান ও এএসআই(নিঃ)হুমায়ুন কবির থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০১টি সিআর সাজা ও ০২টি সিআর বডি সহ মোট ০৩টি বডি তামিল করেন।সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন জরিনা, ও সিআর গ্রেফতারী পরোয়ানায় ০২ জন মোঃ বিল্লাল হোসেন ও মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
Leave a Reply