মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় এক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ইজিবাইক চালকের নাম বাদশা মিয়া (২৪)। নিহত বাদশা মিয়া হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালিচান্দা গ্রামের প্রয়াত মোস্তফা কামালের ছেলে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে হালুয়াঘাটের বড়দাসপাড়া রোডের একটি সেতুর নিচ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ২৯ মার্চ সন্ধ্যায় বাড়িতে ইফতারি শেষে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
পুলিশ জানায়, সকালে হালুয়াঘাটের বড়দাসপাড়া রোডের একটি সেতুর নিচে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ সেখানে থেকে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় নিহতের পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারির রশিদ দেখে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়। পরিচয় শনাক্ত হলেও ছিনতাই হওয়া ইজিবাইকটি পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ড। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
Leave a Reply