শুভ বসাক, ময়মনসিংহ:
ঈদুল ফিতরকে সামনে রেখে সব ধরনের অপ্রীতিকর ঘটনা চুরি ছিনতাই পকেটমার ও যানজট নিরসনে ফুটপাতমুক্ত রাখতে বৃহস্পতিবার থেকে ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।নগরীর গাঙ্গিনাপাড় মোড় থেকে রেলওয়ে স্টেশন মোড় পর্যন্ত নগরীর অতি ব্যস্ততাম এলাকা। বিভাগীয় নগরী হওয়ায় এ এলাকার ব্যস্ত হয়ে উঠেছে। একই সাথে নগরীর ব্যস্ততম এই এলাকার শত শত ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গাড়ির ব্যবস্থা না থাকায় রাস্তা জুড়ে দখল করে আছে মোটরসাইকেল প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহন। ফলে সবসময় যানজট লেগেই আছে। এ ব্যস্ততার ফাঁকে চুরি ছিনতাকারী ও পকেটমারদের ভিড় বেড়ে যায়। শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের চোর, ছিনতাইকারী ও পকেটমারদের আগমন ঘটে।পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞার নির্দেশে ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পবিত্র রমজানে আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচল এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ।ট্রাফিক ইন্সপেক্টর শহীদ মাহবুবুর রহমানের নেতৃত্বে সদস্যরা চুরি ছিনতাই ও সাধারন মানুষের জানমাল রক্ষার্থে নগরীর নতুন বাজার মোড়, কাচিঝুলি মোড়, টাউন হল, ব্রীজ মোর, চরপাড়া মোড় বাইপাস মোড় ,রেলি মোড়, গাঙ্গিনাপাড়া ট্রাফিক মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।
Leave a Reply