ময়মনসিংহের ভালুকায় বাক প্রতিবন্ধী ধর্ষণের দায়ে ১জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গ্রেপ্তারকৃতের নাম লাল মিয়া (২৭)। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা হাজিটারী এলাকার রফিকুল ইসলামের পুত্র। রোববার ২৩ মার্চ রাতে টাঙ্গাইল জেলার কালিহাতী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। রোববার র্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকার বাসিন্দা ভিকটিমের পরিবার ও ধর্ষক লাল মিয়া নিকট আত্মীয় হওয়ায় তারা একই ভাড়া ফ্ল্যাটে পাশাপাশি রুমে বসবাস করতেন। সেই সুবাধে লাল মিয়া ভিকটিম পরিবারের বাক প্রতিবন্ধী মেয়েকে ফুঁসলিয়ে প্রায়শই ধর্ষণ করার কারণে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা করে জানতে পারে যে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ভিকটিমের পিতা ময়মনসিংহ জেলার ভালুকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ২৩ মার্চ রাত ৩ টায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামী লাল মিয়া কে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply