আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান অলিও মতবিনিময় করেছেন। সোমবার (২২মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে পাঠ করে বলেন, তিনি আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের দোয়ায় আমার জীবনের শেষ নির্বাচন হিসেবে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে আমার প্রত্যাশার ব্যাপারে জণগণেরও যে আশা দেখেছি তা পূরণ করতে চাই। আমার জীবনের সৌভাগ্য যে জাতিরজনক বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার ও সান্নিধ্য পাওয়ার সুযোগ আমার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সফল সারথী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হয়ে মনের প্রবল বিশ্বাস আস্থায় দেশ ও মাটি মানুষের সেবা কল্যাণে বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়ন রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে সেই আদর্শ ও ধারায় মানুষের সেবা কল্যাণে দেশে ও এলাকার উন্নয়নে নিবেদিত রাখতে চাই। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন শেখ ওমর ফারুক, ব্যবসায়ী কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply