1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্যর্থ আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে: জামায়াতের আমির - দৈনিক আমার সময়

ব্যর্থ আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে: জামায়াতের আমির

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বিভিন্নভাবে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ইসলামিকভাবে ফিরে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন মিলন আয়তনে জাতীয় মুফাসসির সম্মেলন তিনি একথা বলেন। চব্বিশ পরাজিতদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবানও ডাক্তার শফিকুর রহমান।

তিনি বলেন, মত ভিন্নতা থাকতে পারে তবে বৃহত্তর স্বার্থে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামপন্থি দল সবাই একসাথে আওয়াজ তুলে বাকিদলগুলোর আওয়াজ নিচে পড়ে যাবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের সরকার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সকারের কেউ যেন তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন না করেন। ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর দেশের কোথাও জামাত ইসলামের নামে প্রতিশোধ নেওয়া চাঁদাবাজি কিংবা দখলবাজির কোন আসেনি বলেও দাবি করেন তিনি। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াতেই ইসলামী যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তখন অনেক দল তাদের পাশে দাঁড়ায়নি। সেই ধারাবাহিকতায় তারাও নির্যাতনের শিকার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com