1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বিশ্বম্ভরপুরে জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিশ্বম্ভরপুরে ‘জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্বম্ভরপুর পিএফজি ও ওয়েভ সদস্যরা অংশগ্রহণ করেন।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় জেন্ডার ও সেক্স, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, এসব বিষয়ের কারণ ও প্রতিকার এবং নারীর সমাজে অবদান নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা ও কুদরত পাশা।
এ সময় পিএফজি সদস্য পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, স্বপ্না বেগম, কো-অর্ডিনেটর ফুলমালা, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য নাছির উদ্দিন জুবায়র আহমদ জুলহাস, আজিজা খাতুন, জবা রানী দেবী, শামসুন নাহার শিলা, মিনহাজ পারভিন, সিরাজুল ইসলাম, বাপ্পি, আব্দুছ সামাদ, হুসাইন আহমদ, ঊর্মিলা, মাওলানা মাফিকুল ইসলাম, রাবিয়া, অর্চণা দেবী, কুলসুমা, খুর্শেদা, মালা রানী, ছন্দনা প্রমূখ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের আগে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বিদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনতা অপরিহার্য।” তাঁরা আরও বলেন, “সংঘাত নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com