শৈশব থেকেই নাচের প্রতি অগাধ ভালোবাসা নিকি আহমেদের। মায়ের হাত ধরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে সাইফুল ইসলাম রানার কাছে প্রথম নাচের প্রশিক্ষণ নেন তিনি। তবে তার প্রতিভা ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে আরও আগে থেকেই। এলাকায় বিভিন্ন অনুষ্ঠান, জন্মদিন, বিয়ে বা স্কুলের সাংস্কৃতিক প্রোগ্রামে নিজের নাচের দক্ষতা দেখিয়ে ছোট বয়সেই সুনাম অর্জন করেন নিকি। যেন নাচ তার ধ্যান-জ্ঞ্যানে মিশে গিয়েছিল জন্মগতভাবে।
রাজশাহীর একটি ছোট্ট এলাকা থেকে শুরু হওয়া তার যাত্রা আজ আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। বহু পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে তিনি আজ দেশ পেরিয়ে ভারতের মুম্বাইসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইতোমধ্যে তিনি ভিয়েতনাম, থাইল্যান্ড (দুইবার), মালদ্বীপ (তিনবার), মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, দুবাইয়ের মতো বিভিন্ন দেশে আন্তর্জাতিক নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন।
মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ‘মুম্বাই গ্লোবাল অ্যাওয়ার্ড’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাংবাদিক মিস্টার রাজকুমার, যিনি বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করেন, যেখানে বলিউড-টলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীরা অংশ নেন। নৃত্যশিল্পী নিকি আহমেদ, এই প্রতিষ্ঠানের বাংলাদেশি সদস্য হিসেবে নিয়মিত অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
২০২৩ সালের ৯ নভেম্বর, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত মুম্বাই গ্লোবাল অ্যাওয়ার্ডে নৃত্যশিল্পী ক্যাটাগরিতে বাংলাদেশের হয়ে পারফর্ম করে সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেন নিকি আহমেদ। এবারের অনুষ্ঠানে ১৭টি দেশের শিল্পীরা অংশ নেন এবং তাদের প্রতিভার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরেন।
নিকি আহমেদ শুধু দেশের মঞ্চেই নয়, বিশ্বমঞ্চেও বাংলাদেশকে তুলে ধরতে চান তার নাচের মাধ্যমে। জানা গেছে, ২০২৫ সালের ৬ জুলাই তিনি তুরস্কের স্টেজে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
Leave a Reply