গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামে সাদিয়া আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
সাদিয়া আক্তার (১৯) পৌরসভার ৩নং ওয়ার্ড লোহাগাছ গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। নিজের ঘরে ধর্ণার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।
সাদিয়ার স্বজনেরা জানান, এই বছরের জানুয়ারি মাসে আশরাফুলের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। সাদিয়া মানসিক সমস্যায় ভোগছিলেন। তাই তাকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসা হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে কয়েকদিন ধরেই সাদিয়া ভেঙে পড়েন। তার মানসিক সমস্যা আরো বেড় যায়। এই অবস্থায় বুধবার সকালে সাদিয়ার ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাকে বাইরে থেকে ডাকাডাকি করলে ভেতরে সাদিয়ার সাড়া পাওয়া যাচ্ছিল না। এর পর দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখতে পান ধর্ণায় ওড়ানায় ফাঁসিতে ঝুলে আছে সাদিয়ার নিথর দেহ। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ‘
Leave a Reply