রাজধানীর বিজয় সরণি দিয়ে গাড়ি চলাচলের নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। ফলে জাহাঙ্গীর গেট থেকে আসা কোনো পরিবহন বিজয় সরণিতে এসে ডানে মোড় নিতে পারছে না। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এই নিয়মটি কার্যকর হয়েছে।
সরজমিনে দেখা যায়, প্রাথমিকভাবে হলুদ সতর্কতামূলক ফিতা দিয়ে ডানে মোড় নেয়া বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। তবে বেশিরভাগ মানুষের কাছে নির্দেশনা না থাকায় সেই পথ ধরেই তারা যেতে চান। এক্ষেত্রে নতুন এই নির্দেশনা তাদের বুঝিয়ে দেয়া হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, এটি পরীক্ষামূলক চালু করা হয়েছে। তবে সুফল পেলে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া পরিবহন চালক ও মালিকদের মতামতের ভিত্তিতে এটিকে আরও উন্নত করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত নির্দেশনা দেয়। তাতে বলা হয়, রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে আসা কোনো যানবাহন বিজয় সরণি মোড়ে এসে ডানে মোড় নিতে পারবে না। এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে উঠবে এবং বিআইসিসি মোড় অথবা আগারগাঁও ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
Leave a Reply