প্রজাতন্ত্রের কর্মচারীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। এসময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকাসহ ফেডারেশনের পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি কাউন্সিলের উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট মোসলেম উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন।
শজজাহান খান এমপি
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি ও জামাত গণতান্ত্রিক আন্দোলনের নামে সংঘটিত হচ্ছে। শ্রমিক কর্মচারী ছাড়া রাষ্ট্র উন্নত হতে পারেনা। আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা নিয়ে আসার আহ্বান জানান তিনি। ভিসা নিষেধাজ্ঞা তারেক রহমানকে দিয়ে প্রথম শুরু হয়েছে। তারেক রহমানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র তারেক রহমানকে ভয়ংকর ব্যক্তি বলে তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৩ এ মোঃ আকতার হোসেন-কে সভাপতি ও মুহাম্মদ খলিলুর রহমান ভূঞা-কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেয়া হয়।
Leave a Reply