1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী - দৈনিক আমার সময়

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মোহাম্মদ মাহবুব উদ্দিন
    প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩

 

আজ ১৭ ই মে ২০২৩ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক , তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব জনাব কামরুন নাহার ,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( চলচ্চিত্র ) ড, মোঃ জাহাঙ্গীর আলম , সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড, মোঃ মোফাকখারুল ইকবাল।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জনাব মোঃ নিজামুল কবীর , মোহাম্মদ সাইফুল্লাহ ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড , চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব স ম গোলাম কিবরিয়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক জনাব ফয়জুল হক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক পরিচালক নৃপেন্দ্র চন্দ্র।
ফিল্ম আর্কাইভ নিয়ে স্মৃতিচারণ করেন ভবন নির্মাণ প্রকল্প পরিচালক আকতারুজ্জামান , সাবেক ফিল্ম আর্কাইভের ডিজিটাল চলচ্চিত্র সংরক্ষণ প্রকল্প পরিচালক সারোয়ার আলম, চলচ্চিত্র পরিচালক , শিক্ষক মসিহ উদ্দিন শাকের , মিডিয়া ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম , সাবেক মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম ,বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি সম্মানীয় শামীম চৌধুরী ,বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব , চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত , চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার স্বেমি, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি কাজী হায়াৎ ।
প্রতিষ্ঠাবার্ষিক বার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, শিপন মিত্র ,সম্রাট ,নিরব ,সাইমন , নাদের চৌধুরী, আলী রাজ, ঝুনা চৌধুরী , অভিনেত্রী দিলারা জামান , সুচন্দা ,অঞ্জনা , অরুনা বিশ্বাস , শাহনুর , জোতিকা জ্যোতি , নিশাত প্রমূখ।
চলচ্চিত্র প্রযোজক হাবিব খান, ইফতেখার উদ্দিন নওশাদ , মির্জা আব্দুল খালেক, আব্দুল আজিজ, আলীমুল্লাহ খোকন , মোহাম্মাদ হোসেন ও কামাল মোহম্মদ লিপু উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন পরিচালক শাহিন সুমন , মনতাজুর রহমান আকবর ,জাহিদুর রহিম অঞ্জন , পংকজ পালিত , বেলায়েত হোসেন মামুন, মোর্শেদুল ইসলাম , কাউসার চৌধুরী ,প্রসুন রহমান , শাহ আলম কিরণ , মুশফিকুর রহিম গুলজার, সোহানুর রহমান সোহান, মতিন রহমান , মোস্তফা সারওয়ার ফারুকী, চয়নিকা চৌধুরী ,অমিতাভ রেজা রফিকুজ্জামান সহ আরো অনেকে।

১৯৫৬ সালে আব্দুর জব্বার খান পরিচালিত প্রথম কাহিনী চিত্র মুখ ও মুখোশ নির্মাণের পর থেকে এ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমান মানসম্মত চলচ্চিত্র নির্মিত হয়েছে । প্রায় উন্নত সকল দেশে চলচ্চিত্র সংস্কৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে ফিল্ম আর্কাইভ রয়েছে । স্বাধীনতার পরবর্তী আমাদের দেশেও ফিল্ম আর্কাইভ তৈরির প্রচেষ্টা শুরু হয়। ১৯৭৫ সালের বিয়োগান্ত ঘটনার কারণে এই উদ্যোগ থমকে গেলেও পরবর্তীতে ১৯৭৮সালের ১৭ ই মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর গুরুত্ব অনুধাবন করে ডিজিটাল আর্কাইভ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক ভবন নির্মাণ করে বিশ্বমানের ফিল্ম আর্কাইভের কার্যক্রম গতিশীল করে ।
আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর পরিচালক জনাব ফারহানা রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com