বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ মে রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। হঠাৎ ঝটিকা সফরে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় প্রধান অতিথি ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। বরিশাল সিটি কর্পোরেশন গাজীপুরের তিন ভাগের একভাগ। সিসি ক্যামেরায় ১২৬টি কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে। এই ইভিএম ইন্টারনেট কানেক্টেড নয়। আপনার ফিঙ্গার প্রিন্ট পাওয়া মাত্রই এটির ব্যালট ওপেন হবে। কোনো মাস্তানী বা অসৎ আচরণ কঠোর হাতে দমন করা হবে বলে জানান সিইসি। তিনি প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত নারী প্রার্থী ও মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন এবং সবশেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, আচরণ বিধি মানাটা আপনাদের প্রতিপালন করতে হবে। আমরা সবকিছু দেখবো না, দেখতে পারবো না। তবে নিউজ মিডিয়াকে আমরা গুরুত্ব দেই। আমাদের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। গাজীপুরে লক্ষ লক্ষ ভোটার গার্মেন্টস শ্রমিক। তারা ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন। আপনার সমর্থক থাকলে ভোট পাবেন। অভিযোগ করলে হবে না, অভিযোগের বিরুদ্ধে প্রমাণ দিতে হবে। কালো টাকা চোখে দেখা যায়না। কিন্তু সেটার বাড়াবাড়ি স্পষ্ট হয়। এ সময় সিটি কর্পোরেশনের ৭ জন মেয়র প্রার্থীসহ ১৭৮ জন কাউন্সিলর প্রার্থীও উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ইভিএম পদ্ধতিকে সাধুবাদ জানান। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল অব. আহসান হাবিব বলেন, এ পর্যন্ত ইভিএম এ প্রায় ৭০০ নির্বাচন অনুষ্ঠান হয়েছে। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। ইভিএম আপনারা আবার চাইবেন।
Leave a Reply