বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বরিশাল রেঞ্জের মার্চ মাসের এবং প্রথম ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সভায় তিনি বিগত মাসের বরিশাল রেঞ্জাধীন সকল জেলার অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা পূর্বক আসন্ন ঈদুল ফিতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারদের প্রয়োজনীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (সেবা) কে মার্চ মাসের রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ঘোষণা করা হয়। এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ভোলা সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ শাহীন ফকির ভোলা সদর মডেল থানা, রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র এসআই (নিরস্ত্র) মোঃ গোলাম মোস্তফা, মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার হিসেবে কাঠালিয়া থানার এসআই (নিরস্ত্র) কেএম রিয়াজ রহমান, রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ভোলা সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সুজন মাঝি, তাদের নাম ঘোষনা করা হয়। এ সময় অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, পুলিশ সুপার কাজী মোঃ ছোয়াইব, রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট, আরআরএফ, বরিশাল কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, অধিনায়ক এপিবিএন ১০, নৌ-পুলিশ পুলিশ সুপার বরিশাল অঞ্চল, এস এস পিবিআই এবং এস এস সিআইডি বরিশাল, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়ালি উক্ত অপরাধ পর্যালোচনা সভায় যুক্ত ছিলেন।
Leave a Reply