বরিশাল নগরীর রূপাতলি বাজার এবং চৌমাথা বাজার এলাকায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। তারা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন আইন ভঙ্গের দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করে র্যাব-৮ এর একটি টিম। এ সময় ভোক্তা অধিকার আইন বিষয়ে জনসাধারণের সচেতনতায় লিফলেট বিতরন করা হয়েছে। হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply